দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দু’জন আরোহী নিহত হয়েছেন।
রোববার (২০ মার্চ) ভোরে উপজেলার কাউগাঁও মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- জেলা শহরের বড়বন্দর এলাকার বাসিন্দা কৃষণ মজুমদার (২৩) ও জেলা সদর উপজেলার তাজপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম (২২)। এরা মোটরসাইকেল আরোহী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বাংলানিউজকে জানান, পণ্য বোঝাই করা একটি ট্রাক কাউগাঁও মোড়ে দাঁড়িয়ে ছিল। কৃষন ও নজরুল মোটরসাইকেলে করে দিনাজপুর শহর থেকে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের ওই দুই আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এসআরএস