ঢাকা: রাজধানীর মতিঝিল দিলকুশা বোরাক সেন্টারের লিফটে আটকেপড়া ইলোরা পাল (৩৯) নামে এক নারীকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
রোববার (২০ মার্চ) সকাল ১০টায় দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার টিমের সদস্যরা ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. ইউনুসের নেতৃত্বে উদ্ধারকারী টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লিফট থেকে আটকেপড়া সোনালী ব্যাংকের কর্মকর্তা ইলোরা পালকে উদ্ধার করেন।
এ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস থেকে মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার।
ইলোরা পাল বলেন, লিফটে আটকেপড়ার সময় খুবই আতঙ্কে ছিলাম। মনে হচ্ছিল, জীবিত বেরোতে পারবো না। ফায়ার সার্ভিসকে ধন্যবাদ।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এজেডএস/এএটি