ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুরের একটি বাসা থেকে জুলি আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ মার্চ) রাত ১১টার দিকে পশ্চিম রসুলপুর হানিফ দেওয়ানের চার তলা বাসা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
কামরাঙ্গীরচর থানা উপ-পরিদর্শক (এসআই) শিহাবুল ইসলাম জানান, খবর পেয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, জুলি জেদি প্রকৃতির ছিল। পড়াশোনার বিষয় নিয়ে রাতে তার বাবা-মা বকাঝকা করে। অভিমানে ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে শাড়ি দিয়ে গলায় ফাঁস দেয় জুলি।
জুলির মামা আব্দুর রহমান জানান, স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল সে।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এজেডএস/কেএআর