ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
নেত্রকোনায় রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু 

নেত্রকোনা: আসন্ন রমজান উপলক্ষে সরকার দেশের সব সিটি করপোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে নিম্ন আয়ের ১ কোটি পরিবারে টিসিবির পণ্য বিক্রি শুরু করেছে।  

রমজান শুরুর আগে ও রমজানের মাঝামাঝি সময়ে দুইবার এ পণ্য বিক্রি করা হবে।

এরই ধারাবাহিকতায় নেত্রকোনা জেলার ১ লাখ ৭০ হাজার ৪৩৭ জন উপকারভোগীর কাছে সারাদেশের মতো রোববার (২০ মার্চ) থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে।  

সকালে নেত্রকোনা আধুনিক স্টেডিয়ামে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, সদর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খানসহ প্রশাসনের কর্মকর্তারা।  

নেত্রকোনা জেলায় ১০টি উপজেলার ৮৬টি ইউনিয়নে এবং পাঁচটি পৌরসভায় সর্বমোট ২৭২টি স্পটে ৪০ জন ডিলারের মাধ্যমে ১ম পর্যায়ে প্রতি উপকারভোগীকে দুই কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল বিতরণ করা হবে। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১১০ টাকা, প্রতি কেজি চিনির দাম ৫৫ টাকা, প্রতি কেজি মসুর ডালের দাম ৬৫ টাকা, অর্থাৎ ৪৬০ টাকা ব্যয়ে ০১ জন উপকারভোগী টিসিবির পণ্য ক্রয় করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।