খুলনা: সীমিত আয়ের মানুষের মধ্যে ন্যায্যমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (২০ মার্চ) বেলা ১১টার দিকে মহানগরের ১ নম্বর ওয়ার্ডে মহেশ্বরপাশা তরুণ সংঘ ক্লাবে কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।
এ সময় খুলনা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী উপস্থিত ছিলেন।
খুলনায় মোট এক লাখ ৯১ হাজার ৭১৬ জন এ কার্যক্রমের সুবিধাভোগী। প্রাথমিক পর্যায়ে প্রতি কার্ডধারী দুই কেজি চিনি (৫৫ টাকা প্রতি কেজি), দুই কেজি ডাল (৬৫ টাকা প্রতি কেজি) দুই লিটার সয়াবিন তেল (১১০ টাকা প্রতি লিটার) মূল্যে লাভ করবেন। প্রথম দিন রোববার খুলনা মহানগরের চারটি ওয়ার্ডের ১৬টি পয়েন্টে এবং উপজেলা পর্যায়ে ২১টি মোট ৩৭টি পয়েন্টে প্রায় ২০ হাজার কার্ডধারীর মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে।
এদিকে কার্ডের মাধ্যমে বাজার দামের চেয়ে কম দামে তেল, চিনি, মশুর ডাল কিনতে পেরে খুশি সীমিত আয়ের মানুষরা। পাশাপাশি রমজান মাসের কথা ভেবে খেজুর, ছোলা বিক্রির দাবি করেছেন তারা।
খুলনা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার বাংলানিউজকে বলেন, প্রথম দিন চারটি ওয়ার্ডে ৩৭টি ট্রাকে প্রায় ২০ হাজার কার্ডধারীকে টিসিবির পণ্য দেওয়া হয়েছে। সবগুলো উপজেলার প্রতিটি ইউনিয়নেও আজকে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। পর্যায়ক্রমে কেসিসির বাকি ওয়ার্ডে দেওয়া হবে। প্রথম পর্যায়ে ১০ দিন চলবে এ কার্যক্রম। প্রায় দুই লাখ কার্ডধারীকে এ পণ্য দেওয়া হবে।
খুলনা টিসিবির আঞ্চলিক কর্মকতা মো. রবিউল মোর্শেদ বলেন, রোববার থেকে পণ্য বিক্রি শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব কার্ডধারীর মধ্যে পণ্য বিক্রি করা হবে। আগামী ৩১ মার্চ পর্যন্ত পণ্য বিক্রি হবে।
রোজার অনেক দিন বাকি থাকলেও প্রথম দিনেই ট্রাকে পণ্য বিক্রিতে ক্রেতাদের মধ্যে বেশ সাড়া পড়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অনেকে পণ্য কিনেছেন।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এমআরএম/আরবি