গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় মকবুল হোসেন (৬০) নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন।
রোববার (২০ মার্চ) সকাল ১১টার দিকে পৌর শহরের হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে হাসপাতাল মোড় এলাকায় ব্যাটারিচালিত একটি ভ্যানকে অপর একটি ভ্যান ওভারটেক করার সময় ধাক্কা দেয়। এতে সামনের ভ্যানের যাত্রী মকবুল হোসেন ছিটকে মহাসড়কে পড়ে যান। এ সময় দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ট্রাফিক পরিদর্শক. (টিআই) প্রবীণ কুমার পাল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
আরএ