ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে বাসচাপায় ভ্যানযাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
গোবিন্দগঞ্জে বাসচাপায় ভ্যানযাত্রী নিহত ফাইল ফটো

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় মকবুল হোসেন (৬০) নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন।

রোববার (২০ মার্চ) সকাল ১১টার দিকে পৌর শহরের হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 নিহত মকবুল হোসেন পৌর এলাকার জঙ্গলমারা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।  

স্থানীয়রা জানান, সকালে হাসপাতাল মোড় এলাকায় ব্যাটারিচালিত একটি ভ্যানকে অপর একটি ভ্যান ওভারটেক করার সময় ধাক্কা দেয়। এতে সামনের ভ্যানের যাত্রী মকবুল হোসেন ছিটকে মহাসড়কে পড়ে যান। এ সময় দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ট্রাফিক পরিদর্শক. (টিআই) প্রবীণ কুমার পাল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  
 
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।