ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বাড্ডায় ইয়াবাসহ গ্রেফতার ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
বাড্ডায় ইয়াবাসহ গ্রেফতার ২ ...

ঢাকা: রাজধানীর বাড্ডা এলাকা থেকে ইয়াবাসহ মো. আরবিন হোসেন ফরহাদ ও ইমরান হাসান সামি নামে দুই জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

রোববার (২০ মার্চ) এই তথ্য নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ।

এর আগে শনিবার বাড্ডার আফতাবনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ।

গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা থানার আফতাবনগরের ভূঁইয়া বাড়ি মোড় থেকে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ আরবিন ও ইমরানকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।