নওগাঁ: নওগাঁয় মো. আচির হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ মার্চ) বেলা ১১টার দিকে জেলা সদর উপজেলার ঠ্যাংভাঙ্গার মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল বাংলানিউজকে জানান, শনিবার (১৯ মার্চ) সকালে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন আচির। এরপর আর বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেও সন্ধান পায়নি। রোববার ঠ্যাংভাঙ্গার মোড় এলাকায় তার মরদেহ দেখে থানায় খবরে দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আচির হোসেন মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ২০ মার্চ, ২০২২
এসআরএস