ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বকেয়া পরিশোধের দাবিতে রেডিও টুডে কর্মীদের মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
বকেয়া পরিশোধের দাবিতে রেডিও টুডে কর্মীদের মানববন্ধন

ঢাকা: অবিলম্বে ৬ মাসের বকেয়া বেতন ভাতাসহ সব ন্যায্য পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রেডিও টুডে এফএম ৮৯.৬ এর ভুক্তভোগী কর্মীরা।

রোববার (২০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী কর্মীদের ন্যায্য দাবি আদায়ে গঠিত ক্ষতিপূরণ আদায় সংগ্রাম কমিটির আহ্বায়ক মোসকায়েত মাশরেকের সঞ্চালনায় বেলা ১১টায় এ কর্মসূচি শুরু হয়।

মানববন্ধনে অংশ নিয়ে রেডিও টুডের কর্মীরা তাদের দুঃখ কষ্ট ও ক্ষোভের কথা তুলে ধরেন। সেই সঙ্গে তারা অবিলম্বে তাদের বকেয়া বেতন ভাতাসহ সব ন্যায্য পাওনা পরিশোধের দাবি জানান।

কর্মসূচিতে অংশ তাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন তপু, সাবেক সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম প্রমুখ।

তারা অবিলম্বে কর্মীদের দাবি মেনে নিতে রেডিও টুডে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ২০ মার্চ, ২০২২
এসকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।