ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

যশোর: যশোর সদর ও বাঘারপাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রোববার (২০ মার্চ) সকালে দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার ঘুনি গ্রামের সাইফুর রহমান (৬০) ও মনজেল মজুমদার (৫৫) এবং বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রামের রণজিৎ সরকার (৬৫)।

যশোরের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে যশোর-খুলনা মহাসড়কে সদর উপজেলার পদ্মবিলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় সাইফুর ও মনজেল গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন মৃত ঘোষণা করেন।

অপরদিকে সকাল পৌনে ১০টার দিকে যশোর-মাগুরা সড়কে বাঘারপাড়া উপজেলার খাজুরা ভাটার আমতলায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হন রণজিৎ। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি তাজুল ইসলাম জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
ইউজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।