ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

‘ভর্তুকি দিয়ে কোটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন শেখ হাসিনা’

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
‘ভর্তুকি দিয়ে কোটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন শেখ হাসিনা’

নবাবগঞ্জ (ঢাকা): প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, ‘শেখ হাসিনা সব সময় স্বল্প আয়ের মানুষর কথা চিন্তা করেন। তাই দ্রব্যমূল্যে ভর্তুকি দিয়ে দেশের এক কোটি স্বল্প আয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি।

’ 

‘প্রধানমন্ত্রী দুঃখী মানুষের কথা ভাবেন। তাদের ভাগ্য উন্নয়নের চিন্তা করেন,’ যোগ করেন সালমান।

রোববার (২০ মার্চ) দুপুরে নবাবগঞ্জ উপজেলার শোল্লা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘পবিত্র রমজান উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি নেতাকর্মীদর উদ্দেশে বলেন, ‘এরই মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী দেড় বছর পর জাতীয় সংসদ নির্বাচন। এখন থেকেই দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পরিকল্পনা করতে হবে। ’

এসময় অনুষ্ঠানে বক্তব্য দেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম সালাউদ্দীন মনজু, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়া কিসমতসহ অনেকে।  

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুণ কৃষ্ণ পাল, দোহার সার্কেলের এএসপি মো. আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাফিল উদ্দিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, ঢাকা জেলা পরিষদের সদস্য এস এম সাইফুল ইসলামসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।