ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

লাল-সবুজের ৫০ পতাকা নিয়ে মুক্তিযোদ্ধাদের শোভাযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
লাল-সবুজের ৫০ পতাকা নিয়ে মুক্তিযোদ্ধাদের শোভাযাত্রা

ঝালকাঠি: ঝালকাঠি লাল-সবুজের ৫০টি জাতীয় পতাকা নিয়ে তিনটি ট্রাকে শোভাযাত্রা শুরু করেছে মুক্তিযোদ্ধারা।

রোববার (২০ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জেলা প্রশাসন এর আয়োজন করে।

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বশির গাজী বাংলানিউজকে জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঝালকাঠির মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে ৫০টি লাল সবুজের জাতীয় পতাকা নিয়ে তিনটি ট্রাকে মুক্তিযোদ্ধারা শোভাযাত্রা শুরু করেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জেলা প্রশাসন এর আয়োজন করে।  

প্রথম দিন রোববারে জেলার নলছিটি উপজেলায় এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে জেলা থেকে মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি নলছিটিতে পৌঁছালে নলছিটিতে বসবাসরত মুক্তিযোদ্ধারা এতে অংশ নেয়। একইভাবে সোমবার সকালে জেলা রাজাপুর উপজেলা ও দুপুরে কাঠালিয়া উপজেলায় এ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানান এনডিসি বশির গাজী।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।