ঢাকা: রাজধানীর কল্যাণপুরে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (২০ মার্চ) রাত ৮টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিদর্শক শাহজাহান শিকদার জানান, কল্যাণপুর ৯ নম্বর বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে। রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি পরিদর্শক শাহজাহান শিকদার।
বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
পিএম/জেএইচটি