রাজশাহী: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আযাদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২০ মার্চ) রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা উপসহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রফেসর আবুল কালাম আযাদ নিজের দাখিল করা সম্পদ বিবরণীতে ২২ লাখ ৮ হাজার ৮৬৬ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রদান করেছেন।
এছাড়া দুদকের অনুসন্ধানে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪৩ লাখ ৯৩ হাজার ৪৯৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে, যা তিনি নিজে ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় অপরাধ করেছেন।
একই সঙ্গে অবৈধভাবে অর্জিত প্রায় ৪৪ লাখ টাকার উৎস, প্রকৃতি, অবস্থান ও মালিকানা আড়াল করার উদ্দেশে বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করার চেষ্টা করেছেন বলে দুদকের দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে এসেছে। এটি মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ বলেও দুদকের এই মামলায় উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
এসএস/জেএইচটি