ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

সরু পথ-পানির সংকটে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
সরু পথ-পানির সংকটে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে

ঢাকা: কল্যাণপুরের বস্তিতে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। ১৪টি ইউনিট দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছালেও সরু পথ এবং পানির সংকটে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, রাত ৮টা ৫০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ৯টার সময় এসে পৌঁছালেও তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর কাজে যোগ দিতে পারেনি।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে অগ্নিকাণ্ডের স্থানে যেতে পারছিলেন না। যে পথ দিয়ে এসেছে, সে পাশে উঁচু প্রাচীর ছিল, প্রাচীর টপকে বস্তিতে প্রবেশ করলেও ভেতরে যাওয়ার সংকীর্ণ গলিপথ দিয়ে প্রবেশ করা সম্ভব হচ্ছিল না। ফায়ার সার্ভিসের কর্মীরা দেখছেন আগুন জ্বলছে, কিন্তু কাছে যেতে পারছিল না।

পরে বস্তির অপরদিক ঘুরে একটি পানির গাড়ি ভেতরে প্রবেশ করে। কিন্তু সেখানে পানির লাইন নেই। প্রথম অবস্থাতেই এক গাড়ি পানি শেষ হয়ে যায়। পরে ওয়াসাকে খবর দেওয়া হয়। ওয়াসার গাড়ি এলে পানি দেওয়া শুরু হয়। এ কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

মো. সাজ্জাদ হোসাইন বলেন, আগুনে কোনো হতাহত নেই, নিখোঁজের অভিযোগও পাওয়া যায়নি। আগুনের কারণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। বস্তিবাসী দাবি করেছেন, ২ শতাধিক ঘর পুড়েছে, তবে এটাও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিদর্শক শাহজাহান শিকদার বলেন, রোববার (২০ মার্চ) ৮টা ৫০ মিনিটে কল্যাণপুর ৯ নম্বর বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের চেষ্টায় ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

রাত ১১টা ১৫ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপিত করা হয়। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
পিএম/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।