ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে আগুনে পুড়লো ২টি ঝুট গুদাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
গাজীপুরে আগুনে পুড়লো ২টি ঝুট গুদাম

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় আগুন লেগে দুইটি ঝুট গুদাম পুড়ে গেছে।

রোববার (২০ মার্চ) রাত সোয়া ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।

 

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. মিরাজুল ইসলাম জানান, দেওয়ালিয়াবাড়ি এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি ঝুট গুদামে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরেকটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের টিনসেডের গুদাম ও ঝুট মালামাল পুড়ে গেছে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।  

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
আরএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।