ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে চলছে ইউপিডিএফের আধা বেলা সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
খাগড়াছড়িতে চলছে ইউপিডিএফের আধা বেলা সড়ক অবরোধ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলায় চলছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) আহুত আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি।

সোমবার (২১ মার্চ) অবরোধের কারণে দূরপাল্লা ও আন্তঃউপজেলা সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

অবশ্য শহর ও শহরতলীতে হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। জেলার শহরে কোথাও অবরোধ আহ্বানকারীদের পিকেটিং চোখে না পড়লেও বিভিন্ন উপজেলায় পিকেটিং এর খবর পাওয়া গেছে।

এখনো পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবরোধের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তবে, নৈশ বাসে খাগড়াছড়িতে আগমনকারী বেশ কিছু পর্যটক ভোগান্তিতে পড়েন। যানবাহন চলাচল না করায় তারা সাজেকে যেতে পারেননি।

জেলার দীঘিনালায় ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা ওরফে মিলন চাকমার মৃত্যু এবং মহালছড়িতে পাহাড়িদের নির্মিত বাড়ি ঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে জেলাব্যাপী এই অবরোধ ডাক দেওয়া হয়।

প্রসঙ্গতঃ গত মঙ্গলবার ভোরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলদলের হাতে অস্ত্রসহ আটক হয়েছিলেন ইউপিডিএফ প্রসিত পক্ষের উপজেলা সংগঠক মিলন চাকমা (৪৪)। এরপর আটক মিলন চাকমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে মারা যান।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।