ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
যাত্রাবাড়ীতে ৬ হাজার পিস ইয়াবাসহ  গ্রেফতার ১

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ  মো. আশিক নামে   একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)  গুলশান বিভাগের গোয়েন্দা শাখা  (ডিবি)।

রোববার (২০ মার্চ) গোলাপবাগ এলাকা থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২১ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে ডিবি পুলিশ।

ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব জানান, গোপন সূত্রে জানতে পারি আশিক নামে এক মাদক ব্যবসায়ী যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ বিশ্বরোডে  রিয়াদ স্টোরের সামনে ইয়াবা নিয়ে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে  ৬ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, মাদক ব্যবসায়ী আশিক কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে যাত্রাবাড়ী, কদমতলীসহ ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা  হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ২১ মার্চ, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।