গাজীপুর: গাজীপুরে ট্রেনের ধাক্কায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) এক বৈজ্ঞানিক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন।
জয়দেবপুর জংশনের রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ বাংলানিউজকে জানান, রোববার (২০ মার্চ) রাতে মোটরসাইকেল নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ভাগলবাড়ি রেলক্রসিং পার হচ্ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ড. আরিফুর রহমান (৪৫)।
বারির প্রটোকল অফিসার মো. আলামিন জানান, ড. আরিফুর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। তিনি সাতক্ষীরার বেনেরপাড়া এলাকায় বারির কৃষি গবেষণা কেন্দ্রের ইনচার্জ ছিলেন।
এদিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাশিজুলি এলাকায় সোমবার (২১ মার্চ) সকালে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় আম্বিয়া (৫১) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের হিলুপাড়া এলাকার মোতালেব মিয়ার স্ত্রী।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
আরএস/আরআইএস