ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনের ধাক্কায় বিজ্ঞানীসহ নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
গাজীপুরে ট্রেনের ধাক্কায় বিজ্ঞানীসহ নিহত ২

গাজীপুর: গাজীপুরে ট্রেনের ধাক্কায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) এক বৈজ্ঞানিক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন।

জয়দেবপুর জংশনের রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ বাংলানিউজকে জানান, রোববার (২০ মার্চ) রাতে মোটরসাইকেল নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ভাগলবাড়ি রেলক্রসিং পার হচ্ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ড. আরিফুর রহমান (৪৫)।

এ সময় টাঙ্গাইলগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। বিজ্ঞানী ড. আরিফুরের গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী থানার অরুন খোলা এলাকায়।

বারির প্রটোকল অফিসার মো. আলামিন জানান, ড. আরিফুর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। তিনি সাতক্ষীরার বেনেরপাড়া এলাকায় বারির কৃষি গবেষণা কেন্দ্রের ইনচার্জ ছিলেন।  

এদিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাশিজুলি এলাকায় সোমবার (২১ মার্চ) সকালে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায়  আম্বিয়া (৫১) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের হিলুপাড়া এলাকার মোতালেব মিয়ার স্ত্রী।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।