ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

দক্ষিণখানে মাদকসহ কসাই রুবেল গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
দক্ষিণখানে মাদকসহ কসাই রুবেল গ্রেফতার

ঢাকা: রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে রুবেল হোসেন ওরফে কসাই রুবেল নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিঞা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (২১ মার্চ) সন্ধ্যায় দক্ষিণখান থানার আজমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করে সে। পরে তাকে আটক করে তল্লাশী করে এক কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জানিয়েছে সে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

গ্রেফতার আসামির বিরুদ্ধে দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ২২ মার্চ, ২০২২
এসজেএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।