ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চিঠির জবাব দিলো ইইউ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চিঠির জবাব দিলো ইইউ

ঢাকা: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ও পর নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় কমিশনের ভাইস-প্রেসিডেন্ট জোসেপ বোরেল ফন্টেলেসের কাছে একটি চিঠির পরিপ্রেক্ষিতে তিনি জবাব দিয়েছেন। তবে, র‍্যাবকে নিয়ে চিঠিতে তিনি কোনো মন্তব্য করেননি।

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার দাবিতে স্লোভাকিয়ার ইইউর পার্লামেন্ট সদস্য ইভান স্টেফানেক গত ২০ জানুয়ারি চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে স্টেফানেক বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন এবং অন্যান্য ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছিলেন। তবে, সেই চিঠির জবাবে ইউরোপীয় কমিশনের ভাইস-প্রেসিডেন্ট পরিবেশ ও জনসংখ্যার চ্যালেঞ্জ সত্ত্বেও আর্থ-সামাজিক অর্জনের জন্য বাংলাদেশের প্রশংসা করেন।

তিনি বলেন, আর্থ-সামাজিক উন্নয়ন সত্ত্বেও বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি উদ্বেগের জন্ম দিচ্ছে, বিশেষ করে নাগরিক ও রাজনৈতিক অধিকারের স্থান সংকুচিত হচ্ছে। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নিরাপত্তা বাহিনীর দ্বারা নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করে চলেছেন। বিশেষ করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম একটি বড় উদ্বেগের বিষয়। এজন্য পূর্ণাঙ্গ ও চূড়ান্ত তদন্তের পাশাপাশি দায়ীদের পুরোপুরি জবাবদিহিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, ইইউ-বাংলাদেশ যৌথ কমিশন এবং সুশাসন ও মানবাধিকার বিষয়ক গ্রুপে এসব নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য সুযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।