ঢাকা: রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধকে 'গণহত্যা' হিসেবে স্বীকৃতি দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (২২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যুক্তরাষ্ট্রকে এই স্বাগত জানান।
এক প্রতিক্রিয়ায় ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের গণহত্যার স্বীকৃতি দানে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা হবে। যদিও যুক্তরাষ্ট্র এটা দেরিতে ঘোষণা করেছে, তবে তাদের ঘোষণাকে আমরা স্বাগত জানাই।
তিনি বলেন, বিশ্বের যেখানেই গণহত্যা সংঘটিত হোক না কেন, তার বিচার হওয়া উচিত।
উল্লেখ্য, সোমবার (২১ মার্চ) ওয়াশিংটনের হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম পরিদর্শন করেন দেশটির পর রাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেন। পরিদর্শন শেষে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতাকে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে ঘোষণা দেন তিনি।
>>> আরও পড়ুন: মিয়ানমার সামরিক বাহিনী রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যা’ চালিয়েছে: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ২২মার্চ, ২০২২
টিআর/এমএমজেড