ঢাকা: ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী জুন পর্যন্ত।
ঢাকার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান এ তথ্য জানিয়েছেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট ইউপির স্বনামধন্য স্কুল-কলেজ থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম চলবে।
কলাতিয়া ইউনিয়নের কার্য বিতরণ চলবে কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে, হযরতপুর ইউপিতে কার্ড বিতরণ চলবে হযরতপুর উচ্চ বিদ্যালয়ে, রোহিতপুর ইউপির কার্ড বিতরণ চলবে সরকারি ইস্পাহানী ডিগ্রি কলেজে, শাক্তা ইউপির কার্ড বিতরণ চলবে নয়াবাজার উচ্চ বিদ্যালয়ে ও তারানগর ইউপির কার্ড বিতরণ চলবে আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয়ে।
বিস্তারিত সময়সূচি দেখতে ক্লিক করুন:
বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। এ পর্যন্ত সাড়ে ছয় কোটির মতো নাগরিকের হাতে উন্নতমানের এই কার্ড পৌঁছে দিয়েছে নির্বাচন কমিশন। ২০২৫ সাল নাগাদ প্রায় ১৫ কোটি নাগরিককে স্মার্টকার্ড দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সংস্থাটি।
বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
ইইউডি/আরএ