ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

পাঁচবিবিতে ফেনসিডিলসহ আটক এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
পাঁচবিবিতে ফেনসিডিলসহ আটক এক

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল সহ জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে জয়পুরহাট র‍্যাব-৫ এর সদস্যরা।

সোমবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে এ অভিযান চালায় র‌্যাব।

জাহাঙ্গীর আলম নওগাঁর ধামইরহাট উপজেলার রুপ নারায়ণ গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে।

র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা জানান, দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের খাসবাগড়ি গ্রামে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানায়, তিনি দীর্ঘদিন ধরে নেশাজাতীয় মাদকদ্রব্য ফেনসিডিল অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিলেন।
 
পরে তার নামে পাঁচবিবি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।