ঢাকা, রবিবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ মে ২০২৪, ১৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

সবুজ হাওরের সৌন্দর্য উপভোগ করেন রাষ্ট্রপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
সবুজ হাওরের সৌন্দর্য উপভোগ করেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে সবুজের আভায় উদ্ভাসিত হাওর উপভোগ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।  

সোমবার (২৮ মার্চ) বিকেলে তিনি একটি ব্রিজে বসে সবুজের আভায় উদ্ভাসিত হাওর দেখেন।

 

এছাড়াও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দৃষ্টিনন্দন হাসানপুর ব্রিজসহ আশপাশের এলাকা ঘুরে দেখেন।  

এসময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাষ্ট্রপতির বোন আছিয়া আলম, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শরীফ কামালসহ অন্যরা।  

২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত পাঁচ দিনের সফরে কিশোরগঞ্জ এসেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি কিশোরগঞ্জ সদরসহ হাওরের মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলা সফর করবেন।  

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।