ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

বান্দরবানে ৫০ হাজার পিস ইয়াবাসহ সাবেক মেম্বার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
বান্দরবানে ৫০ হাজার পিস ইয়াবাসহ সাবেক মেম্বার আটক

বান্দরবান: বান্দরবানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ঞোচিংঅং মারমা (৪২) নামে এক সাবেক মেম্বারকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে র‌্যাব-৭ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

আটক ঞোচিংঅং মারমা বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় থানচির বলিপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাইলমারা ঝিড়ির কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ থানচির রেমাক্রি ইউনিয়নের বাসিন্দা চিংহ্লাঅং মারমার ছেলে ঞোচিংঅং মারমাকে আটক করা হয়।

বান্দরবানের থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, বিজিবি ও র‌্যাব ৭ অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করেছে বলে শুনেছি। আসামিকে থানায় সোপর্দ করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।