ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাপ্তাইয়ে বারুণী স্নানোৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
কাপ্তাইয়ে বারুণী স্নানোৎসব

রাঙামাটি: মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে রাঙামাটির কাপ্তাই সীতাঘাট শ্রী শ্রী মাতা সীতা মন্দিরে মহাবারুণী স্নানোৎসব পালন করা হয়েছে।

বুধবার (৩০ মার্চ) দুপুরের দিকে কর্ণফুলী নদীতে স্নান, সীতা মন্দির, শম্ভুনাথ মন্দির, কালী মন্দিরে পূজা দেওয়া এবং মহাপ্রসাদ দেওয়ার মধ্যে দিয়ে দু’দিনের এ উৎসবের পরিসমাপ্তি ঘটে।

 
 
এদিকে উৎসবটিকে ঘিরে সীতা মন্দিরে মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা থেকে পূর্ণার্থীদের ঢল নামে। ওইদিন সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন এবং রাত ৮টার দিকে মহানামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়। পাশাপাশি বসেছে সীতা মেলা। বক্তারা পূজা অর্চনার মধ্যে দিয়ে সীতা দেবীর কাছে তাদের মনের বাসনা ব্যক্ত করেছেন।

এদিকে সনাতন ধর্মালম্বীদের এ উৎসবে অতিথি হিসেবে রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কর্ণফুলি পেপার মিলস লিমিটেডের (কেপিএম) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুদীপ মজুমদার, কেপিএম’র প্রধান প্রকৌশলী স্বপন কুমার সরকার,  কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, সীতা মন্দির পরিচালনা কমিটির সভাপতি রতন দাশ এবং কাপ্তাই উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ অসংখ্য পূর্ণার্থী এ উৎসবে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।