ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

তাহমিনা জামান চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
তাহমিনা জামান চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক লেখিকা তাহমিনা জামান চৌধুরী

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপিকা ও বিশিষ্ট লেখিকা তাহমিনা জামান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (১ এপ্রিল) এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী তাহমিনা জামান চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

তাহমিনা জামান স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও লেখক ড. খসরুজ্জামান চৌধুরী সহধর্মিণী।

বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্রে ইন্তেকাল করেন তিনি। তাহমিনা যুক্তরাষ্ট্রেই বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
টিআর/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।