ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

চকবাজারে ইয়াবাসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০২২
চকবাজারে ইয়াবাসহ গ্রেফতার ১

ঢাকা: রাজধানীর চকবাজার মডেল থানা এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসামি হলেন- বিবি খদিজা।

শনিবার (০২ এপ্রিল) বিকেলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইউম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার দিনগত রাতে চকবাজারের ৩০৬ কামালবাগ হাফেজ কামালের বাড়ির সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ বিবি খাদিজাকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে চকবাজার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২২
এসজেএ/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।