ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভাটারায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২২
ভাটারায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

ঢাকা: রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মো. আয়নাল নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।

শনিবার (০২ এপ্রিল) বিকেলে গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ খলিলুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দিনগত রাতে কুড়িল ট্রাকস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ আয়নালকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি কৌশলে পালানোর চেষ্টা করেছিলেন।

আয়নাল ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে তা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি ও সরবরাহ করতেন বলে জানান পুলিশের এই গোয়েন্দা কর্মকর্তা।

গ্রেফতার আয়নালের বিরুদ্ধে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২২
এসজেএ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।