ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

নামী কোম্পানির মোড়কে অস্বাস্থ্যকর সেমাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
নামী কোম্পানির মোড়কে অস্বাস্থ্যকর সেমাই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই।

কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় নামিদামি কোম্পানির মোড়ক ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি করার দায়ে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে সদর দক্ষিণ উপজেলার বারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের ইন্সপেক্টর শহিদুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ বলেন, নামিদামি কোম্পানির মোড়ক ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে কারখানার ছাদ ও উঠানসহ সর্বত্র সেমাই শুকানো হচ্ছিল। যা পরে কুমিল্লার বিভিন্ন বাজারে সাপ্লাই করা হতো। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মুক্তা সেমাই নামে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অনুমোদন না নিয়ে বিএসটিআইর লোগো ব্যবহার করে ক্রেতা বিশ্বাসযোগ্য করার জন্য ভুয়া বার কোড ব্যবহার করা ৩০০ কেজি মোড়ক জব্দ করা হয়।

তিনি বলেন, আমরা স্পষ্ট ভাষায় অসাধু ব্যবসায়ীদের বলে দিতে চাই, যেকোনো অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।