ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে ৭ দফা দাবিতে দোকান কর্মচারীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২২
বরিশালে ৭ দফা দাবিতে দোকান কর্মচারীদের মানববন্ধন

বরিশাল: দোকান কর্মচারীদের সাপ্তাহিক ছুটিসহ ৭ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন।

শুক্রবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে নগরের ফলপট্টি মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে দোকান কর্মচারী ইউনিয়নের নেতারা।

মানববন্ধনে বক্তারা দোকান কর্মচারীদের নিয়োগপত্র, সার্ভিস বুক, নূন্যতম বেতন ১৬ হাজার টাকা, সপ্তাহে দেড় দিন ছুটি, কথায় কথায় শ্রমিক ছাঁটাই ও শ্রমিক নির্যাতন বন্ধের দাবি জানান।  

মানববন্ধনে সংগঠনের সভাপতি স্বপন দত্তের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- অ্যাডভোকেট একে আজাদ, কবি অপূর্ব গৌতম, আলাউদ্দিন মোল্লা, আক্তার রহমান স্বপ্ন, তুষার সেন, মো. রাতুল আমিন, জাহাঙ্গীর কবির মুকুল, রনি তালুকদার প্রমুখ।

বক্তারা দোকান কর্মচারীদের সাপ্তাহিক ছুটিসহ অবিলম্বে ৭ দফা দাবি কার্যকরের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২২
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।