ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জিএম কাদেরের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জিএম কাদেরের

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর দপ্তরে নববর্ষের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেওয়া হয়েছে।



জাতীয় পার্টি চেয়ারম্যানের একান্ত সচিব অ্যাডভোকেট আবু তৈয়বের হাত থেকে বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু।  

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূইয়া ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মমতাজ উদ্দিন উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।