ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের প্রধান পৌর কাউন্সিলর!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের প্রধান পৌর কাউন্সিলর! পৌর কাউন্সিলর আব্দুস রাজ্জাক

ঠাকুরগাঁও: তারাবির নামাজের সময় মোটরসাইকেল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন আব্দুস রাজ্জাক (৪৩) নামে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর সভার এক কাউন্সিলর। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, শনিবার (১৬ এপ্রিল) রাতে  পীরগঞ্জ উপজেলার বায়তুল আমান (বেলায়েত) মসজিদে তারাবির নামাজের সময় মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মুসল্লিরা তাকে আটক করেন। পরে বিক্ষুব্ধ জনতা তার ব্যবহৃত একটি পালসার ১৫০সিসি মোটরসাইকেল পুড়িয়ে দেন।

আব্দুস রাজ্জাক রানীশংকৈল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ভান্ডারা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আব্দুর রাজ্জাক আন্তজেলা মোটরসাইকেল চোর দলের প্রধান। তার নামে বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির ৪৫টি মামলা রয়েছে। বিভিন্ন সময় তাকে গ্রেপ্তার করলেও জামিনে বেরিয়ে এসে আবার ডাকাতি-চুরির সঙ্গে জড়িয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।