ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে ৩ মিষ্টির দোকানিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
সিরাজগঞ্জে ৩ মিষ্টির দোকানিকে জরিমানা

সিরাজগঞ্জ: পণ্যের সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স না থাকার সিরাজগঞ্জে অভিযান চালিয়ে তিন মিষ্টির দোকানিকে ১৪ হাজার টাকা জরিমানা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে সদর জেলা সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

নেতৃত্বে ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান।

বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের কর্মকর্তা সাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের সমন্বয়ে পিপুলবাড়িয়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় সিএম লাইসেন্স ছাড়া পণ্য বিক্রির দায়ে মেসার্স অকবরিয়া সুইট মিটকে ১০ হাজার, ইসলামিয়া সুইটসকে তিন হাজার ও আল মদিনা সুইটসকে এক হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad