ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

শিবচরে বাস চাপায় অটোভ্যান যাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
শিবচরে বাস চাপায় অটোভ্যান যাত্রীর মৃত্যু প্রতীকী ছবি

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে একটি যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল মান্নান ফকির (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার(২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শিবচর-পাঁচ্চর সড়কের নলগোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুল মান্নান ফকির উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামের মৃত আদম আলী ফকিরের ছেলে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাঁচ্চর থেকে শিবচরগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস শিবচর-পাঁচ্চর সড়কের নলগোড়া এলাকায় আসলে ব্যাটারি চালিত একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা যাত্রী মান্নান ফকির ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাস ও বাসের চালককে আটক করেছে। নিহতের পরিবার অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, এপ্রিল ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।