ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজধানীতে গাঁজাসহ তিন বিক্রেতা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
রাজধানীতে গাঁজাসহ তিন বিক্রেতা গ্রেফতার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মতিঝিল থেকে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

বুধবার (২৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে, মঙ্গলবার (২৬ এপ্রিল) মতিঝিল উওর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গ্রেফতাররা হলেন- কোহিনুর বেগম, মুক্তা আক্তার ও মো. রমজান হোসেন।

গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান বলেন, কতিপয় মাদক বিক্রেতা মতিঝিল থানার কমলাপুর এলাকায় ক্যাফেঝিল প্লাজা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ কোহিনুর, মুক্তা ও রমজানকে  গ্রেফতার করা হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা যায়, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করত তারা। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।