ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

বেনাপোল পৌর পরিষদ বিলুপ্ত ঘোষণা 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
বেনাপোল পৌর পরিষদ বিলুপ্ত ঘোষণা 

বেনাপোল( যশোর): মেয়াদোর্ত্তীণ হওয়ায় বেনাপোল পৌর পরিষদ বিলুপ্ত ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। নির্বাচন না হওয়া পর্যন্ত এ পৌর পরিষদের দায়িত্ব পালন করবেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল।

বুধবার (২৭ এপ্রিল)  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দিয়েছেন।  

এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৮ এর সংশোধনক্রমে স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন আইন ২০২২ এর ৪ ধারা অনুযায়ী বেনাপোল পৌর পরিষদ বিলুপ্ত ঘোষণা করেছে। এছাড়া স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ ও সংশ্লিষ্ট বিধি বিধান অনুযায়ী নিয়োগকৃত প্রশাসক উল্লেখিত স্ব-স্ব পৌরসভার সার্বিক দায়িত্ব ও কার্যক্রম পালন করবেন।

বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।