ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

পুলিশের সহায়তায় হারানো মোবাইল ফিরে পেলেন ৪০ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
পুলিশের সহায়তায় হারানো মোবাইল ফিরে পেলেন ৪০ জন

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় ৪০টি হারানো মোবাইল ফোন ফিরে পেয়েছে প্রকৃত মালিকেরা। একই সঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের ম্যাধমে খোয়া যাওয়া ৪৯ হাজার ৬০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশের এই বিশেষায়িত উইংটি।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সাতক্ষীরা পুলিশ লাইনসের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কনক কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মেবাইল ও নগদ টাকা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।  

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজীব খান, ডিআইওয়ান রেজাউল ইসলাম রেজা, জেলা গোয়েন্দা শাখার ওসি বাবুল আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সাতক্ষীরা জেলা পুলিশ ইতোমধ্যে দেড় কোটি টাকার বেশি মূল্যের মোবাইল ফোন এবং বিকাশে প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত বিপুল অংকের টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে সক্ষম হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।