ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় ঈদ জামাতে গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, মে ৩, ২০২২
কুমিল্লায় ঈদ জামাতে গুলি

কুমিল্লা: কুমিল্লার সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকায় ঈদের জামাতে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (০৩ মে) সকাল ৮টায় গোলাবাড়ি এলাকার ‘ভূঁইয়া বাড়ি’ ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান।  

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি সহিদ জানান, সকালে মুসল্লিরা ‘ভূঁইয়া বাড়ি’ ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়তে আসেন। এসময়  গোলাবাড়ি এলাকার স্থানীয় রুবেল ভূঁইয়া পিস্তল দিয়ে ওই এলাকার মোস্তাক আহমেদকে গুলি করলে তার ডান হাঁটুতে গুলি লাগে।  এ ঘটনায় ভয়ে ঈদগাহে থাকা মুসল্লিরা এদিক-সেদিক ছোটাছুটি করেন। পরে গুলিবিদ্ধ মোস্তাককে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তারা পালিয়েছে। এদিকে গুলির ঘটনায় ওই ঈদগাহে সকাল ৮টার পরিবর্তে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।  

গুলিবিদ্ধ মোস্তাকের ছোট ভাই মনির বলেন, কিছুদিন আগে রুবেল পূর্ব শত্রুতার জেরে আমাকে বেদম মারে। তার বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। এর আগেও তিনি প্রকাশ্য অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে নগরীর চকবাজার এলাকায়।  

পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান রাফি রাজু বাংলানিউজকে বলেন, ঘটনার পরপর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার, কোতোয়ালি মডেল থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মে ০৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।