ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে এসিআই’র গুদামে আগুন, কোটি টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মে ৪, ২০২২
সিরাজগঞ্জে এসিআই’র গুদামে আগুন, কোটি টাকার ক্ষতি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে এসিআই গোদরেজ প্রাইভেট লিমিটেডের ভাড়া নেওয়া গুদামে আগুন লেগেছে। এতে অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গুদামের মালিক।

 

বুধবার (৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া জগাইর মোড়ে এ অগ্নিকাণ্ড ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে হঠাৎ গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে মুসল্লিরা মসজিদের মাইকে মহল্লাবাসীকে ডাকেন। গ্রামবাসী আগুন নেভাতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়।

গুদামের মালিক ব্যবসায়ী নূর কায়েম সবুজ বলেন, এসিআই গোদরেজ প্রাইভেট লিমিটেডকে গুদামটি ভাড়া দেওয়া হয়েছে। তারা সেখানে মুরগির খাবার মজুদ রেখেছেন। এখানে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই। তারপরও কীভাবে আগুন লাগলো, সেটা বুঝতে পারছি না। এ অগ্নিকাণ্ডে গুদামের অবকাঠামোরই প্রায় এক কোটি টাকা ক্ষতি হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ মুরগিরর খাবার নষ্ট হয়েছে।  

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম বাংলানিউজকে জানান, ভোরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে আগুন নেভায়। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ এখনও নিরুপণ করা সম্ভব হয়নি।  

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, মে ৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।