ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

কামরাঙ্গীরচরে ৪ ছিনতাইকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, মে ৬, ২০২২
কামরাঙ্গীরচরে ৪ ছিনতাইকারী আটক

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বৃহস্পতিবার (৫ মে) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শাকিল হোসেন (২০), পেয়ারুল হোসেন (১৯), ফরিদ হোসেন (২২) ও ইমন (১৯)।

আটকের সময় তাদের কাছ থেকে ১টি সুইজ গিয়ার চাকু, ২টি চাকু, ১টি এন্টিকাটার ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনামুল কবীর শোয়েব জানান, আটকরা বেশ কিছুদিন ধরে কামরাঙ্গীরচরসহ ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মে ০৬, ২০২২
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।