ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

সিলেটে খাল থেকে অজ্ঞাত যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, মে ৬, ২০২২
সিলেটে খাল থেকে অজ্ঞাত যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমায় খাল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ মে) বিকেলে উপজেলার জালালপুর ইউনিয়নের কাদিপুর গাঙপার গ্রামের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 স্থানীয়রা জানান, বিকেলে খালে হাত-পা বাঁধা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এসএমপির মোগলাবাজার থানায় খবর দেওয়া হয়। পরে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহটি এক যুবকের। তার অনুমানিক বয়স ৩৫ বছর। মরদেহের শরীরে আলকাতরা মাখানো এবং দুর্গন্ধ বের হচ্ছে।

এসএমপির মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা রাত সাড়ে ৯টার দিকে গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করছে, বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, মে ০৬, ২০২২
এনইউ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।