ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ধানবোঝাই ভ্যান উল্টে প্রাণ গেল সাত বছরের শিশুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মে ৮, ২০২২
ধানবোঝাই ভ্যান উল্টে প্রাণ গেল সাত বছরের শিশুর

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলায় ধান বহনের সময় ব্যাটারিচালিত ভ্যান উল্টে শায়েদুল ইসলাম নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৮ মে) দুপুরে উপজেলার যোগীপাড়া ইউনিয়নের অচিনতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শায়েদুল একই উপজেলার ডুখোলপাড়া গ্রামের মিন্টু হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, শায়েদুলের বাবা পেশায় কৃষক হলেও তার একটি ব্যাটারিচালিত ভ্যান রয়েছে। দুপুরে সেই ভ্যানটি নিয়ে বড় ভাই শামিমুল ইসলামের (১২) সঙ্গে বের হয় শায়েদুল। শামিমুলই ভ্যানটি চালাচ্ছিল।

তারা ক্ষেত থেকে কাটাধান নিয়ে ভ্যানে করে আবারও বাড়িতে ফিরছিল। এ সময় অচিনতলা মোড়ে ভ্যানটি উল্টে যায়। পরে গুরুতর আহতাবস্থায় শায়েদুলকে চিকিৎসকের কাছে নেওয়া হলেও পথেই তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, শায়েদুলের মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মে ০৮, ২০২২
এসএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।