ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

চাটখিলে দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, মে ৯, ২০২২
চাটখিলে দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু ফাইল ফটো

নোয়াখালী: বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. তুষার (২৫) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. হাসান (২৭) নামে আরও এক মোটরসাইকেল আরোহী।

 
 
রোববার (৮ মে) রাত ৯টার দিকে নোয়াখালীর চাটখিল উপজেলায় সোবহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তুষার (২৫) চাটখিল উপজেলার শ্রীনগর গ্রামের কাদের হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার রাত পৌনে ৯টার দিকে তুষার ও তার বন্ধু হাসান চাটখিল থেকে লক্ষ্মীপুরের দত্তপাড়া যাচ্ছিলেন। পথে চাটখিলের সোবহানপুর এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তুষারের মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা হাসানও গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহত হাসানকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।  

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লে তুষার ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।    
 
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ০৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।