ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

সেনবাগে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মে ১০, ২০২২
সেনবাগে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নে আগুনে পুড়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মে) দুপুর ১২টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বীর নারায়ণপুর গ্রামের আহম্মদ আলী বেপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নোমান (৭) ও মাহি (৩) উপজেলার বীজবাগ ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামের আহম্মদ আলী বেপারী বাড়ির ইকবাল হোসেনের সন্তান।

বীজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বীর নারায়ণপুর গ্রামের হোটেল কর্মচারী ইকবাল হোসেনের স্ত্রী গোলাপী মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রান্না ঘরের মাটির চুলায় রান্না শুরু করেন। রান্না ঘরের সঙ্গে তাদের বসতঘর। রান্না চুলায় দিয়ে গোলাপী পুকুরে যান এবং পরিবারের অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। চুলার পাশে রাখা ছিল শুকনো গাছের পাতা।  

একপর্যায়ে চুলার আগুন ওই পাতায় ছড়িয়ে পড়লে রান্না ঘর ও বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় বসতঘরের চৌকিতে থাকা দুই শিশু পুড়ে ছাই হয়ে যায়। রান্না ঘরে গ্যাসের একটি সিলিন্ডার থাকায় তা বিস্ফোরণে আগুন মুহূর্তের মধ্যেই দ্রুত ছড়িয়ে পড়ে।  

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ১০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।