ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, মে ১০, ২০২২
ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে সিগ্ধ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মে) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

সিগ্ধ ওই এলাকার আব্দুস সালামের ছেলে।

শিমুলবাড়ী ইউয়িন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরিফুল আলম সোহেল বাংলানিউজকে জানান, শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামের আব্দুস সালামের ছেলে সিগ্ধ বাড়ির উঠানে খেলছিল। খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যসহ স্থানীয়রা পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ১০, ২০২২
এফইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।