ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

বৈরি আবহাওয়া

বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মে ১০, ২০২২
বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ ফাইল ছবি

মাদারীপুর: বৈরি আবহাওয়ার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে মঙ্গলবার (১০ মে) বিকেল থেকে নৌযান চলাচল সাময়িক বন্ধ রয়েছে। বৃষ্টি ও ঝড়োবাতাসের কারণে বিকেল সাড়ে ৪টা থেকে এ নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, বিকেলে বৃষ্টি ও ঝড়ো বাতাস থাকায় পদ্মা নদী উত্তাল হয়ে উঠে। এ সময় দুর্ঘটনা এড়াতে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া ফেরি চলাচলও বন্ধ রয়েছে বলে জানা গেছে। তবে মাঝিকান্দি-শিমুলিয়া রুটে ফেরি চালু আছে। এদিকে ফেরি, লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন এ নৌরুটের যাত্রীরা।

বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, 'বৈরি আবহাওয়ার কারণে নৌরুটে লঞ্চ, স্পিডবোট বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হলে রাতে নৌযান বন্ধ থাকবে। '

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ১০,২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।