ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় প্রতিনিধিরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, মে ১১, ২০২২
যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় প্রতিনিধিরা

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধি দল। কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খানের নেতৃত্বে ৪ সদস্যের এ প্রতিনিধি দলের আগামী ১৪ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

সেখানে তারা ৭ দিন অবস্থান করবেন ৷

দলের অন্য সদস্যরা হলেন- নুরুল ইসলাম নাহিদ, কাজী নাবিল আহমেদ ও নাহিম রাজ্জাক।

তারা কংগ্রেশনাল ফরেন অ্যাফেয়ার্স কমিটিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকটি কমিটির সঙ্গে মতবিনিময় এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

এ বিষয়ে প্রতিনিধি দলের সদস্য নুরুল ইসলাম নাহিদ বাংলানিউজকে বলেন, আমাদের মতো যুক্তরাষ্ট্রেরও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি রয়েছে৷ আমরা তাদের আমন্ত্রণে সেখানে যাচ্ছি ৷

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মে ১১, ২০২২
এসকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।