ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

হারিয়ে যাওয়া শিশুটি মা-বাবাকে খুঁজছে 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মে ১২, ২০২২
হারিয়ে যাওয়া শিশুটি মা-বাবাকে খুঁজছে 

ঢাকাঃ রাজধানীর গুলিস্তান থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। রাব্বি নামের চার বছর বয়সী শিশুটি তার বাবা-মাকে খুঁজছে।

 

বৃহস্পতিবার (১২ মে)  এই তথ্য নিশ্চিত করেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন মিয়া।

শিশুটি এখন তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে। তার গায়ের রং শ্যাম বর্ণ, উচ্চতা ৩ ফুট ৩ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নীল-সাদা কালার স্টেপ গেঞ্জি ও জিন্স প্যান্ট।

ওসি সালাউদ্দীন মিয়া জানান, বুধবার (১১ মে) গুলিস্থান এলাকায় শিশু রাব্বিকে কান্নাকাটি করতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে পল্টন মডেল থানায় নিয়ে আসে। থানা পুলিশ নাম–ঠিকানা জিজ্ঞাসা করলে সে নিজের নাম ছাড়া কিছুই বলতে পারেনি। এ বিষয়ে পল্টন মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–৫৪৮) করা হয়েছে।

শিশু রাব্বির কোনো স্বজনের সন্ধান পেলে বা ঠিকানা জানা থাকলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে (ডিউটি অফিসার–মোবাইল নং–০১৭৪৫–৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার–০২৪৮১১৮৫৪২) যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মে ১২, ২০২২
এজেডএস/এসএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।